পটুয়াখালী জেলার উপজেলা, দর্শনীয় স্থান এবং পটুয়াখালীর আরও কিছু তথ্য
সুনামগঞ্জ জেলার দর্শনীয় স্থান, উপজেলা এবং সুনামগঞ্জের আরও কিছু তথ্য
সাগরকন্যা খ্যাত পটুয়াখালী জেলা বরিশাল বিভাগের অন্তর্গত। বিখ্যাত কুয়াকাটা সুমদ্র সৈকত পটুয়াখালী জেলায় অবস্থিত। ১৯৬৯ সালে ৩২২১ বর্গকিলোমিটার এলাকা নিয়ে পটুয়াখালী জেলা গঠন করা হয়। জেলাটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত।
উপজেলা সমূহঃ পটুয়াখালী জেলায় মোট ৮ টি উপজেলা রয়েছে। যথা -
১. বাউফল উপজেলা
২. পটুয়াখালী সদর উপজেলা
৩. দুমকি উপজেলা
৪. দশমিনা উপজেলা
৫. কলাপাড়া উপজেলা
৬. মির্জাগঞ্জ উপজেলা
৭. গলাচিপা উপজেলা
৮. রাঙ্গাবালী উপজেলা
দর্শনীয় স্থান সমূহঃ পটুয়াখালী জেলা বরিশাল বিভাগের অন্যতম পর্যটন জেলা। সমুদ্র কন্যা খ্যাত পটুয়াখালী জেলাতে অনেক দর্শনীয় চিত্তাকর্ষক স্থান রয়েছে। পটুয়াখালীর দর্শনীয় স্থান সমুহের মধ্যে অন্যতম হল-
১. কুয়াকাটা সমুদ্র সৈকত
২. কানাই বলাই দিঘী
৩. কাজলারচর
৪. ফতেরারচর
৫. কুয়াকাটা বৌদ্ধ মন্দির
৬. মির্জাগঞ্জ উপজেলায় হযরত ইয়ার উদ্দিন খলিফার মাজার
৭. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৮. সোনারচর
৯. কুয়াকাটা রাখাইনপল্লী
১০. মজিদবাড়িয়া মসজিদ
১১. দশমিনায় এশিয়ার বৃহত্তম বীজ বর্ধন খামার
১২. পায়রা বন্দর,
১৩. পটুয়াখালী মেডিকেল কলেজ ইত্যাদি।
Alal Mahmud-এর আরও প্রবন্ধ পড়ুন
ফররুখ আহমদের বিখ্যাত সাত সাগরের মাঝি কবিতা
লক্ষ্মীপুর জেলার উপজেলা, দর্শনীয় স্থান ও লক্ষ্মীপুরের আরও কিছু উপকারী তথ্য
প্রশ্ন থেকে শিখুন
মন্তব্য(০)
উত্তর(০)