ঝালকাঠি জেলার উপজেলা, দর্শনীয় স্থান এবং ঝালকাঠির আরও কিছু তথ্য
সিলেট বিভাগের প্রত্যেক জেলার উপজেলা এবং পৌরসভা (মানচিত্র সহ)
ঝালকাঠি বরিশাল বিভাগের অন্তর্গত একটি প্রশাসনিক জেলা। ঝালকাঠি জেলা ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। এই জেলাটির আয়তন ৭০৬.৭৬ বর্গকিলোমিটার। বাংলাদেশের অন্যতম ব্যক্তিত্ব শেরে বাংলা একে ফজলুল হক ঝালকাঠি জেলার সাটুরিয়ায় জন্মগ্রহন করেন।
উপজেলা সমূহঃ ঝালকাঠি জেলায় তিনটি উপজেলা রয়েছে।
১. ঝালকাঠি সদর উপজেলা
২. কাঠালিয়া উপজেলা
৩. নলছিটি উপজেলা
দর্শনীয় স্থান সমূহঃ ঝালকাঠি জেলায় অনেক প্রাকৃতিক এবং চিত্তাকর্ষক ভ্রমণ স্পট রয়েছে। ঝালকাঠির পর্যটন জায়গাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে-
১. সুজাবাদ কেল্লা
২. ঘোষাল রাজবাড়ী
৩. পুরাতন পৌরসভা ভবন
৪. মাদাবর মসজিদ
৫. সুরিচোরা জামে মসজিদ
৬. নেছারাবাদ মাদ্রাসা
৭. গাবখান সেতু
৮. কীর্তপিাশা জমিদার বাড়ি
৯. শের-ই বাংলা ফজলুল হক ডিগ্রি কলেজ
১০. বিনয়কাঠি ইত্যাদি।
Alal Mahmud-এর আরও প্রবন্ধ পড়ুন
নড়াইল জেলার উপজেলা, দর্শনীয় স্থান এবং নড়াইলের আরও কিছু তথ্য
ফররুখ আহমদের বিখ্যাত সাত সাগরের মাঝি কবিতা
প্রশ্ন থেকে শিখুন
প্রশ্ন. ফেঞ্চুগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত?
প্রশ্ন. www এর জনক কে?
প্রশ্ন. পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ কোনটি?
প্রশ্ন. প্রথম প্রযুক্তির নাম কি?
মন্তব্য(১)
উত্তর(১)
মন্তব্য ও উত্তর লিখতে অনুগ্রহ করে লগইন করুন!!

Mimi Akter
আপনার প্রবন্ধটি খুবই ভাল লেগেছে। ধন্যবাদ তথ্যবহুল একটি প্রবন্ধ শেয়ার করার জন্য। আমার একটি বিষয় জানার আছে। ঢাকা থেকে ঝালকাঠি জেলার দূরত্ব কত এবং যেতে কয় ঘণ্টা সময় লাগে জানাবেন প্লিজ।
আপনার প্রবন্ধটি খুবই ভাল লেগেছে। ধন্যবাদ তথ্যবহুল একটি প্রবন্ধ শেয়ার করার জন্য। আমার একটি বিষয় জানার আছে। ঢাকা থেকে ঝালকাঠি জেলার দূরত্ব কত এবং যেতে কয় ঘণ্টা সময় লাগে জানাবেন প্লিজ।