LearnArticle
EN লেখক লগইন লেখক হোন
Alal Mahmud
প্রকাশকাল (৩০ সেপ্টেম্বর ২০১৮)

ভোলা জেলার উপজেলা, দর্শনীয় স্থান এবং ভোলার আরও কিছু তথ্য

মৌলভীবাজার জেলার দর্শনীয় স্থান, উপজেলা এবং মৌলভীবাজারের আরও কিছু তথ্য

বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ ভোলা জেলা চারদিকে জলরাশি বেষ্টিত। ভোলার আরেক নাম শাহবাজপুর। ভোলা জেলা সাগরদ্বীপ হিসেবেও পরিচিত। এই জেলা ১৯৮৪ সালে ৩৪০৩ বর্গকিলোমিটার অঞ্চল নিয়ে গঠিত। জেলাটি বরিশাল বিভাগের অন্তর্গত। 


উপজেলা সমূহঃ ভোলা জেলায় মোট ৬ টি উপজেলা - 
১. ভোলা সদর উপজেলা
২. বোরহান উদ্দিন উপজেলা
৩. দৌলতখান উপজেলা
৪. মনপুরা উপজেলা
৫. তজুমদ্দিন উপজেলা ও 
৬. লালমোহন উপজেলা।

দর্শনীয় স্থান সমূহঃ বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ ভোলা জেলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। ভোলার দর্শনীয় স্থান সমূহের মধ্যে অন্যতম হচ্ছে- 
১. বিখ্যাত মনপুরা দ্বীপ
২. শাহবাজপুর গ্যাস ক্ষেত্র
৩. চর কুকরী মুকরী
৪. শিশু পার্ক
৫. ওয়াচ টাওয়ার - চরফ্যাশন
৬. তারুয়া সমূদ্র সৈকত
৭. উপকূলীয় সবুজ বেষ্টনী
৮. ঢালচর
৯. তুলাতলী ইকোপাক - বোরহানউদ্দিন ইত্যাদি।

Alal Mahmud
প্রকাশকাল (৩০ সেপ্টেম্বর ২০১৮)

Alal Mahmud-এর আরও প্রবন্ধ পড়ুন

কক্সবাজার জেলার দর্শনীয় স্থান, উপজেলা ও কক্সবাজার সংক্রান্ত নানান তথ্য

পিরোজপুর জেলার উপজেলা, দর্শনীয় স্থান এবং পিরোজপুরের আরও কিছু তথ্য

মন্তব্য(০)
উত্তর(০)

মন্তব্য ও উত্তর লিখতে অনুগ্রহ করে লগইন করুন!!

আরও প্রবন্ধ পড়ুন


© ২০১৬ সর্বস্বত্ব সংরক্ষিত LearnArticle.com