শেরপুর জেলার উপজেলা, দর্শনীয় স্থান এবং শেরপুরের আরও অনেক তথ্য
ভোলা জেলার উপজেলা, দর্শনীয় স্থান এবং ভোলার আরও কিছু তথ্য
রাঙ্গামাটি জেলার দর্শনীয় স্থান, উপজেলা এবং রাঙ্গামাটির আরও কিছু উপকারী তথ্য
শেরপুর কংশ নদীর তীরে অবস্থিত। এই জেলা বাংলাদেশের উত্তরে ময়মনসিংহ বিভাগের অন্তর্গত। শেরপুর একটি সীমান্ত বর্তী জেলা। শেরপুর জেলার আয়তন ১৩৬৭ বর্গকিলোমিটার। জেলাটি ১৯৮৪সালে প্রতিষ্ঠিত হয়।
উপজেলা সমূহঃ শেরপুর জেলার উপজেলা ৫ টি যথা-
শেরপুর সদর উপজেলা
নালিতাবাড়ী উপজেলা
শ্রীবরদী উপজেলা
নকলা উপজেলা এবং
ঝিনাইগাতী উপজেলা।
দর্শনীয় স্থান সমূহঃ শেরপুর জেলা অসংখ্য দর্শনীয় স্থানে ভরপুর। শেরপুরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে-
১. গজনী অবকাশ কেন্দ্র
২. মধুটিলা ইকো পার্ক
৩. নালিতাবাড়ি
৪. শের আলী গাজির মাজার
৫. জরিপ শাহের মাজার
৬. শাহ কামালের মাজার
৭. বার দুয়ারী মসজিদ
৮. ঘাগরা লস্কর খান মসজিদ
৯. মায় সাহেবা জামে মসজিদ
১০. পানিহাতা দিঘী
১১. নয়ানিবাজার নাথ মন্দির
১২. নালিতাবাড়ির বিখ্যাত রাবার ড্যাম
১৩. মঠ লস্কর বাড়ি মসজিদ
১৪. কসবা মোঘল মসজিদ
১৫. নয় আনি, আরাই আনি এবং পৌনে তিন আনি জমিদার ইত্যাদি।
Alal Mahmud-এর আরও প্রবন্ধ পড়ুন
চুয়াডাঙ্গা জেলার উপজেলা, দর্শনীয় স্থান এবং চুয়াডাঙ্গার আরও কিছু তথ্য
মেহেরপুর জেলার উপজেলা, দর্শনীয় স্থান এবং মেহেরপুরের আরও অন্যান্য তথ্য
চাঁদপুর জেলার উপজেলা, দর্শনীয় স্থান ও জেলা সংক্রান্ত অন্যান্য তথ্য
মন্তব্য(০)
উত্তর(০)