LearnArticle
EN লেখক লগইন লেখক হোন
Alal Mahmud
প্রকাশকাল (২১ সেপ্টেম্বর ২০১৮)

লক্ষ্মীপুর জেলার উপজেলা, দর্শনীয় স্থান ও লক্ষ্মীপুরের আরও কিছু উপকারী তথ্য

সুনামগঞ্জ জেলার দর্শনীয় স্থান, উপজেলা এবং সুনামগঞ্জের আরও কিছু তথ্য

লক্ষ্মীপুর বাংলাদেশের উপকূলবর্তী মেঘনা নদীর মোহনায় অবস্থিত। লক্ষ্মীপুর জেলা ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। লক্ষ্মীপুর জেলার আয়তন ১৪৪০.৩৯ বর্গকিলোমিটার। লক্ষ্মীপুর জেলা রহমতখালী নদীর তীরে অবস্থিত। 


উপজেলা সমূহঃ লক্ষ্মীপুরে লক্ষ্মীপুর সদর, কমলনগর , রায়পুর, রামগতি ও রামগঞ্জ এই ৬টি উপজেলা নিয়ে গঠিত।

দর্শনীয় স্থানঃ লক্ষ্মীপুর জেলা নোয়াখালীর পার্শ্ববর্তী একটি জেলা। লক্ষ্মীপুরে অনেক দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম হল- রামপুর ছোট হুজুরের বাড়ী, লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট , মরহুম মাইজ্জা হুজুরের বাড়ী , দালাল বাজার জমিদার বাড়ী, মতিরহাট মাছঘাট, ভাষা সৈনিক কমরেড মোহাম্মদ তোয়াহার স্মৃতিসৌধ, তেলিয়ার চর ও চর গজারিয়া ইত্যাদি।

আবাসিক হোটেল সমূহঃ লক্ষ্মীপুর জেলার হোটেল সমূহের মধ্যে অন্যতম হল- ইউনিক হোটেল, হোটেল ফিরোজ, হোটেল আবেহায়াত, ইষ্টি কুটুম, মোহাম্মদিয়া হোটেল, ভান্ডারী হোটেল , আল রাজ্জাক হোটেল ইত্যাদি।

Alal Mahmud
প্রকাশকাল (২১ সেপ্টেম্বর ২০১৮)

Alal Mahmud-এর আরও প্রবন্ধ পড়ুন

ঝালকাঠি জেলার উপজেলা, দর্শনীয় স্থান এবং ঝালকাঠির আরও কিছু তথ্য

পটুয়াখালী জেলার উপজেলা, দর্শনীয় স্থান এবং পটুয়াখালীর আরও কিছু তথ্য

মেহেরপুর জেলার উপজেলা, দর্শনীয় স্থান এবং মেহেরপুরের আরও অন্যান্য তথ্য

মন্তব্য(০)
উত্তর(০)

মন্তব্য ও উত্তর লিখতে অনুগ্রহ করে লগইন করুন!!

আরও প্রবন্ধ পড়ুন


© ২০১৬ সর্বস্বত্ব সংরক্ষিত LearnArticle.com