LearnArticle
EN লেখক লগইন লেখক হোন
Alal Mahmud
প্রকাশকাল (২১ সেপ্টেম্বর ২০১৮)

কুমিল্লা জেলার উপজেলা, দর্শনীয় স্থান ও কুমিল্লা সংক্রান্ত অন্যান্য তথ্য

ঢাকা বিভাগের সবকটি জেলা , উপজেলা এবং পৌরসভা (মানচিত্র সহ)

কুমিল্লা জেলা ১৭৯০ সালে প্রতিষ্ঠিত হয়। কুমিল্লার আয়তন ৩১৪৬.৩০ বর্গকিলোমিটার। জেলাটি গোমতী নদীর তীরে অবস্থিত। বাখরাবাদ, বাঙ্গুরা এবং সালদা গ্যাসক্ষেত্র কুমিল্লাতে অবস্থিত। 


কুমিল্লার উপজেলাঃ কুমিল্লা জেলায় দেবিদ্বার, বরুড়া, ব্রাহ্মণপাড়া, চান্দিনা, চৌদ্দগ্রাম, দাউদকান্দি, হোমনা, লাকসাম, মুরাদনগর, নাঙ্গলকোট, কুমিল্লা সদর, মেঘনা, মনোহরগঞ্জ, সদর দক্ষিণ, তিতাস ও বুড়িচং মোট ১৬ টি উপজেলা রয়েছে।

দর্শনীয় স্থান সমূহঃ কুমিল্লা জেলায় অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে যা ভ্রমণকারীদের কুমিল্লার দিকে আকর্ষণ করে। বিখ্যাত দর্শনীয় স্থানসমূহ হল- বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, শালবন বিহার, আনন্দ বিহার, ময়নামতি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও যাদুঘর, ময়নামতি ওয়ার সেমেট্রি, বোটানিক্যাল গার্ডেন, শাহ সুজা মসজিদ, ধর্মসাগর দীঘি, রূপসাগর দীঘি, লালমাই পাহাড়, বিরাহিমপুর শাল বন, আনন্দ বাজার প্রাসাদ ইত্যাদি।

কুমিল্লায় রাত্রিযাপন করার স্থান সমূহঃ হোটেল রেড রুফ ইন (বেসরকারি) এবং জেলা পরিষদ ডাক বাংলো, বুড়িচং, কুমিল্লা।

Alal Mahmud
প্রকাশকাল (২১ সেপ্টেম্বর ২০১৮)

Alal Mahmud-এর আরও প্রবন্ধ পড়ুন

কান্ডারী হুশিয়ার কবিতা - কাজী নজরুল ইসলাম

বিদ্রোহী কবিতা - কাজী নজরুল ইসলাম

জামালপুর জেলার উপজেলা, দর্শনীয় স্থান এবং জামালপুরের আরও অনেক তথ্য

মন্তব্য(০)
উত্তর(০)

মন্তব্য ও উত্তর লিখতে অনুগ্রহ করে লগইন করুন!!

আরও প্রবন্ধ পড়ুন


© ২০১৬ সর্বস্বত্ব সংরক্ষিত LearnArticle.com