LearnArticle
EN লেখক লগইন লেখক হোন
সৌমেশ পাল
প্রকাশকাল (১৩ সেপ্টেম্বর ২০১৮)

পৃথিবীর জানা অজানা অদ্ভুত কিছু রহস্যময় কথা

এবার ঘরে বসে অল্প খরচে এবং খুব সহজেই মিনি এসি তৈরি করুন

১. মানুষের বেঁচে থাকার জন্য প্রতিদিন ৮৮ পাউন্ড অক্সিজেন প্রয়োজন হয়।
২. আমাদের শরীরের উরুর হাড়(ফিমার) কংক্রিটের থেকেও মজবুত।
৩. আমরা প্রতিদিন গড়ে পনেরো বার হাসি।
৪. মানুষের জানা পৃথিবীর প্রাচীনতম রোগ হল কুষ্ঠ।

পৃথিবীর জানা অজানা অদ্ভুত কিছু রহস্যময় কথা

ছবি সৌমেশ পাল

৫. পিকক স্পাইডার হল এক প্রজাতির মাকড়সা, যাদের পুরুষরা নাচ দেখিয়ে প্রেমিকাকে কাছে আকর্ষণ করে।
৬. টাইটান বিটল হল পৃথিবীর বৃহত্তম পতঙ্গ, যার চোয়াল এত শক্ত যে পেনসিল ভেঙে দিতে পারে।
৭. সিংহের গর্জন পাঁচ মাইল দূর থেকেও শুনতে পাওয়া যায়।
৮. পিঁপড়ে কখনও ঘুমায় না, চব্বিশ ঘণ্টার মধ্যে মাত্র ষোল মিনিট বিশ্রাম নেয়।
৯. আমরা ঘুমের মধ্যে পঁচিশ - ছাব্বিশ বার নড়াচড়া করি।
১০. আমাদের হাঁচির গতি ঘন্টায় ১৬৫ কিমি।
১১. আমরা মোট ঘুমের মধ্যে সাতটি স্বপ্ন দেখি।
১২. আমরা বছরে দশ লক্ষ বার চোখের পাতা ফেলি।

পৃথিবীর জানা অজানা অদ্ভুত কিছু রহস্যময় কথা

ছবি সৌমেশ পাল

১৩. আমাদের গৃহীত অক্সিজেনের ২০ শতাংশ মস্তিষ্কে যায়।
১৪. সামুদ্রিক জীবদের মধ্যে প্রায় ৭০ শতাংশ জীব নিজেরা আলো তৈরি করতে সক্ষম।
১৫. মানুষ ছাড়া শিম্পাঞ্জী এবং ডলফিন নিজেদের আয়নাতে চিনতে পারে।
১৬. আমাদের দেহে ঘর্ম গ্রন্থীর সংখ্যা প্রায় কুড়ি লক্ষ।

সৌমেশ পাল
প্রকাশকাল (১৩ সেপ্টেম্বর ২০১৮)

সৌমেশ পাল-এর আরও প্রবন্ধ পড়ুন

মন্তব্য(০)
উত্তর(০)

মন্তব্য ও উত্তর লিখতে অনুগ্রহ করে লগইন করুন!!

আরও প্রবন্ধ পড়ুন


© ২০১৬ সর্বস্বত্ব সংরক্ষিত LearnArticle.com