LearnArticle
EN লেখক লগইন লেখক হোন
Alal Mahmud
প্রকাশকাল (২২ ডিসেম্বর ২০১৬)

পল্লি কবি জসীম উদ্দিনের কবিতা সমগ্র ও রচনাবলী

জহির রায়হানের জীবনী, গল্প এবং উপন্যাস সমগ্র

পল্লী কবি জসিম উদ্দিন এবং তার সৃষ্টি কর্ম বাঙ্গালীর হৃদয়ে বেচে থাকবে অনন্ত কাল ধরে। জসিম উদ্দিনের লিখা কাব্যগ্রন্থ, নাটক, উপন্যাস, সঙ্গীত, ভ্রমণ কাহিনী এবং আত্মকথা মনে করিয়ে দেয় গ্রাম বাংলার প্রকৃত রুপ। পাশ্চাত্য সভ্যতার দুলাচালে বাঙ্গালি সভ্যতা সংস্কৃতি যখন বিদায়ের পথে তখন কবি জসিম উদ্দিনের সৃষ্টি কর্ম মনের মধ্যে আবার সেই বাংলার চিরচেনা রূপটি ফুটিয়ে তুলে। কবির রাখালী, নকশী কাঁথার মাঠ, বালুচর, সোজন বাদিয়ার ঘাট, রঙিলা নায়ের মাঝি, মাটির কান্না, এক পয়সার বাঁশী, মা যে জননী কান্দে, ভয়াবহ সেই দিনগুলিতে এবং রুপবতি কাব্যগ্রন্থ কার না মন ছুয়ে যায়। তাছাড়া কবি জসিম উদ্দিনের কাফনের মিছিল এবং কবর পড়ার পর মনের মধ্যে একটা অকিত্রিম শুকানুভুতি তৈরি হয়। কবি কি অপরুপ ভাবেই না পল্লীবালার চোখের জলের বর্ণনা দিয়েছেন।

পল্লি কবি জসীম উদ্দিনের কবিতা সমগ্র ও রচনাবলী

ছবি Alal Mahmud

অসামান্য প্রতিভাধর কবি জসিম উদ্দিন ১৯০৩ সালের পহেলা জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্ম গ্রহণ করেছেন। জসিম উদ্দিনের পুরো নাম ছিল জসিম উদ্দিন মোল্লা তবে তিনি জসিম উদ্দিন নামেই অধিক পরিচিত ছিলেন।
কবি জসিম উদ্দিনের পৈত্রিক নিবাস ফরিদপুর জেলার গোবিন্দপুর গ্রামে। তার বাবার নাম আনসার উদ্দিন মোল্লা এবং মা আমিনা খাতুন।

জসিম উদ্দিন ফরিদপুর ওয়েলফেয়ার স্কুল, ফরিদপুর জেলা স্কুল এবং পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা এবং সাহিত্যে বি.এ. এবং এম.এ. পাশ করেন।

রামতনু লাহিড়ী গবেষণা সহকারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা প্রভাষক এবং ১৯৬৯ সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মান সূচক ডি লিট উপাধি লাভের মাধ্যমে কবির কর্ম জীবনের সমাপ্তি ঘটে।

১৯৭৬ সালের ১৩ মার্চ পল্লী কবি পরলোক গমন করেন কিন্তু তার লেখনীর মাধ্যমে এখনও বাংলা ভাষা বাসি মানুষের মনে বেচে আছেন। কবি জসিম উদ্দিন তার অসংখ্য কাব্যগ্রন্থ, নাটক, উপন্যাস, সঙ্গীত, ভ্রমণ কাহিনী এবং আত্মকথা দিয়ে বাংলা সাহিত্যকে ঋণী করে গেছেন যা কোন দিন অস্বীকার করা যায় না।

কবি জসিম উদ্দিন জীবদ্দশায় এবং মরণোত্তর অনেক সম্মাননা পেয়েছেন। তার মধ্যে অন্যতম প্রেসিডেন্টস এওয়ার্ড ফর প্রাইড অফ পারফরমেন্স ১৯৫৮, একুশে পদক ১৯৭৬, স্বাধীনতা দিবস পুরস্কার ১৯৭৮ (মরণোত্তর), রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট ডিগ্রি (১৯৬৯) তবে কবি ১৯৭৪ সালে বাংলা একাডেমী পুরস্কার প্রত্যাখ্যান করেন।

কাব্য গ্রন্থঃ পল্লী কবি জসিম উদ্দিনের অসংখ্য কাব্য গ্রন্থ রয়েছে যেমন-রাখালী, নকশী কাঁথার মাঠ, বালুচর, ধানখেত, সোজন বাদিয়ার ঘাট, হাসু, রঙিলা নায়ের মাঝি, রুপবতি, মাটির কান্না, এক পয়সার বাঁশী, সকিনা, সুচয়নী, ভয়াবহ সেই দিনগুলিতে, মা যে জননী কান্দে, হলুদ বরণী, জলে লেখন, কাফনের মিছিল এবং কবর। জসিম উদ্দিনের বিখ্যাত কিছু কবিতা এবং তাদের কাব্য গ্রন্থ নিম্নরুপ।

কাব্যগ্রন্থ-(রাখালী) রাখালী
কাব্যগ্রন্থ-(রাখালী) বৈরাগী আর বোষ্টমী যায়
কাব্যগ্রন্থ-(রাখালী) বৈদেশী বন্ধু
কাব্যগ্রন্থ-(রাখালী) রাখাল ছেলে
কাব্যগ্রন্থ-(রাখালী) মেনা শেখ
কাব্যগ্রন্থ-(রাখালী) পল্লী জননী
কাব্যগ্রন্থ-(রাখালী) তরুণ কিশোর
কাব্যগ্রন্থ-(রাখালী) জেলে গাঙে মাছ ধরিতে যায়
কাব্যগ্রন্থ-(রাখালী) কবর
কাব্যগ্রন্থ-(নকশী কাঁথার মাঠ) নকশী কাঁথার মাঠ
কাব্যগ্রন্থ-(বালুচর) গীতি কবিতাঃ উঠোনজুড়ে কাটলে সাঁতার
কাব্যগ্রন্থ-(বালুচর) কাব্যটীকা-৪
কাব্যগ্রন্থ-(বালুচর) আলো-ছায়ায় বাড়িয়ে দিও রাঙা দু’টো হাত
কাব্যগ্রন্থ-(বালুচর) হাইকু
কাব্যগ্রন্থ-(বালুচর) ইচ্ছে পাখির ময়না তদন্ত
কাব্যগ্রন্থ-(বালুচর) বক্ষভরা আর্তনাদ
কাব্যগ্রন্থ-(বালুচর) আপন খুঁজে যাপন করি
কাব্যগ্রন্থ-(বালুচর) লাল-সবুজের আচ্ছাদনে ক্ষত-বিক্ষত লাশ
কাব্যগ্রন্থ-(বালুচর) ইয়া নবী সালামুয়ালাইকা
কাব্যগ্রন্থ-(বালুচর) আজ দু’জনায় দেখা হলো
কাব্যগ্রন্থ-(বালুচর) গীতি কবিতাঃ পথ হারানো পথিক আমি
কাব্যগ্রন্থ-(বালুচর) ও মুর্শীদ পথের দিশা দাও
কাব্যগ্রন্থ-(বালুচর) বাউল আমি বাংলাদেশের
কাব্যগ্রন্থ-(বালুচর) কাব্যটীকা-৩
কাব্যগ্রন্থ-(বালুচর) নষ্টের ধারাপাত
কাব্যগ্রন্থ-(বালুচর) গীতি কবিতাঃ যারে তুমি দাও পরিত্রাণ
কাব্যগ্রন্থ-(বালুচর) প্রেমের কবিতা
কাব্যগ্রন্থ-(বালুচর) সহিংস পরম ধর্ম
কাব্যগ্রন্থ-(বালুচর) শিশিরভেজা শব্দের পসরায়
কাব্যগ্রন্থ-(বালুচর) গীতি কবিতাঃ কেমনে সাগর পাড়ি ধরি
কাব্যগ্রন্থ-(বালুচর) সাহস থাকলে বলো করো অন্বেষণ
কাব্যগ্রন্থ-(বালুচর) শীতাতপ ভালবাসা
কাব্যগ্রন্থ-(বালুচর) দাও ফিরিয়ে দাও
কাব্যগ্রন্থ-(বালুচর) কাব্যটীকা-২
কাব্যগ্রন্থ-(বালুচর) তুমি অভিমানি ভালবাসা
কাব্যগ্রন্থ-(বালুচর) মানুষ থেকে ইতর ক্লীব
কাব্যগ্রন্থ-(বালুচর) বাড়ছে জনরোষ
কাব্যগ্রন্থ-(বালুচর) বলতে পারো
কাব্যগ্রন্থ-(বালুচর) তুমি নিরাকার
কাব্যগ্রন্থ-(বালুচর) কাব্যটীকা
কাব্যগ্রন্থ-(বালুচর) লিমেরিকঃ নবান্ন
কাব্যগ্রন্থ-(বালুচর) জীবন নামের বাগিচাতে
কাব্যগ্রন্থ-(বালুচর) মিথ্যে বড়াই অহমীকা
কাব্যগ্রন্থ-(বালুচর) বাস করে ইবলিস
কাব্যগ্রন্থ-(বালুচর) বাংলা ওঠে মাতি
কাব্যগ্রন্থ-(বালুচর) সাম্প্রদায়ীক দাঙ্গা
কাব্যগ্রন্থ-(বালুচর) আবার যখন আসবে শরৎ
কাব্যগ্রন্থ-(বালুচর) গীতি কবিতাঃ দাওনা দেখা মোরে
কাব্যগ্রন্থ-(বালুচর) শ্রান্তির খুঁজে
কাব্যগ্রন্থ-(বালুচর) সমাজ বার্তা
কাব্যগ্রন্থ-(বালুচর) প্রিয় বাংলাদেশ
কাব্যগ্রন্থ-(বালুচর) গীতি কবিতাঃ বাউল আমি
কাব্যগ্রন্থ-(বালুচর) নিঝুম নিশিথে আধমরা ঘুমে
কাব্যগ্রন্থ-(বালুচর) গীতি কবিতাঃ যেই বাড়িটা আমার ভাবি
কাব্যগ্রন্থ-(বালুচর) যাকে বলে ডিপেন্ডেন্ট
কাব্যগ্রন্থ-(বালুচর) তবু ভাবিস পর
কাব্যগ্রন্থ-(বালুচর) গীতি কবিতাঃ বৃত্ত থেকে বৃহৎ রূপে
কাব্যগ্রন্থ-(বালুচর) লিমেরিকঃ খাদিজা
কাব্যগ্রন্থ-(বালুচর) তবে চন্দন ধুপ
কাব্যগ্রন্থ-(বালুচর) বনছে শুধু ভাঁড়
কাব্য গ্রন্থ-(রঙ্গিলা নায়ের মাঝি) রঙ্গিলা নায়ের মাঝি
কাব্য গ্রন্থ-(মাটির কান্না) মাটির কান্না
কাব্য গ্রন্থ-(ধানক্ষেত) ধানক্ষেত
কাব্য গ্রন্থ-(সোজন বাদিয়ার ঘাট) সোজন বাদিয়ার ঘাট
কাব্য গ্রন্থ-(পদ্মাপার) পদ্মাপার
কাব্য গ্রন্থ-(রূপবতী) রূপবতী
কাব্য গ্রন্থ-(এক পয়সার বাঁশী) এক পয়সার বাঁশী
কাব্য গ্রন্থ-(হলুদ বরণী) হলুদ বরণী
কাব্য গ্রন্থ-(হাসু) হাসু

নাটক তাছাড়া জসিম উদ্দিনের অসাধারন সব নাটক সংকলন রয়েছে যেমন- পদ্মাপার, বেদের মেয়ে, মধুমালা, পল্লীবধূ, গ্রামের মেয়ে, ওগো পুস্পধনু এবং আসমান সিংহ। জসিম উদ্দিনের নাটক সমুহ যেমন পদ্মাপার, মধুবাল, আসমান, সিংহ, ওগো পুস্পধনু, পল্লীবধূ-তে গ্রাম বাংলার সমসাময়িক চিত্র ফুটে উঠে খুব দারুণভাবে। এই সকল নাটক বাংলা সাহিত্যে নাটকের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।

কাব্য গ্রন্থ, নাটক ছাড়াও পল্লী কবি জসিম উদ্দিনের লিখা অসামান্য ভ্রমন কাহিনী (চলে মুসাফির, হলদে পরির দেশে, যে দেশে মানুষ বড়, জার্মানীর শহরে বন্দরে), উপন্যাস(বোবা কাহিনী), আত্মকথা (যাদের দেখেছি, ঠাকুর বাড়ির আঙ্গিনায়, জীবন কথা, স্মৃতিপট), সঙ্গীত(জারি গান, মুর্শিদী গান) এবং বাঙালির হাসির গল্প ও ডালিমকুমারের মত লেখনী উপহার দিয়ে গেছেন। পল্লী কবি জসিম উদ্দিনকে বাংলার মানুষ কখনো ভুলতে পারবে না। তিনি (তার কর্মের মধ্যে বেচে থাকবেন অনন্ত কাল ধরে।


Alal Mahmud
প্রকাশকাল (২২ ডিসেম্বর ২০১৬)

Alal Mahmud-এর আরও প্রবন্ধ পড়ুন

বর্তমান সময়ের কেনাকাটার বিচিত্র সব মাধ্যম

হতাশা কি এবং হতাশা থেকে মুক্তি পাওয়ার উপায়

মন্তব্য(০)
উত্তর(০)

মন্তব্য ও উত্তর লিখতে অনুগ্রহ করে লগইন করুন!!

আরও প্রবন্ধ পড়ুন


© ২০১৬ সর্বস্বত্ব সংরক্ষিত LearnArticle.com